ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

লক্ষ্মীপুরে চিকিৎসক-জনপ্রতিনিধিসহ আরও ৯ করোনা রোগী শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, মে ১৮, ২০২০
লক্ষ্মীপুরে চিকিৎসক-জনপ্রতিনিধিসহ আরও ৯ করোনা রোগী শনাক্ত করোনা ভাইরাস

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নতুন করে চিকিৎসক ও জনপ্রতিনধিসহ ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৯ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন রোগী।

রোববার (১৭ মে) দিনগত রাত ১২ টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফফার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, নতুন করে ৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে রায়পুরে ৮ ও সদরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসক ও দুইজন নার্স রয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম মারুফ বিন জাকারিয়ার শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি মানবসেবায় বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার ৯৯ জন রোগীর মধ্যে সদরে ২৮, রামগঞ্জে ২২, কমলনগরে ৮, রামগতিতে ১০ ও রায়পুর উপজেলায় ৩১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। এরমধ্যে কমলনগরে ৬, রামগতিতে ৫, রামগঞ্জে ১৩, সদর উপজেলার ২১ জন সুস্থ্য হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে ২৩ জন ও হোম আইসোলেটেডে ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন।

 বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, মে ১৮, ২০২০
এসআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।