ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

না’গঞ্জে সুস্থ হলেন ২৮ পুলিশ সদস্য, নতুন শনাক্ত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ১৮, ২০২০
না’গঞ্জে সুস্থ হলেন ২৮ পুলিশ সদস্য, নতুন শনাক্ত ৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশে করোনা ভাইরাসে আক্রান্ত বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন। বেশকিছু দিন চিকিৎসা নেওয়ার পর দুই বার করে নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছে।

সোমবার (১৮ মে) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, সকাল পর্যন্ত জেলা পুলিশের মোট ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) ও ইমপালস হাসপাতালে আট জন চিকিৎসাধীন। বাকিরা জেলা পুলিশ লাইনস ও বাড়িতে বিশেষ ব্যবস্থায় আইসোলেশনে রয়েছেন। ১১৫ জনের মধ্যে একজন অফিস স্টাফ ছাড়া বাকি সবাই পুলিশ সদস্য। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন।

তিনি আরও জানান, গত ১৬ মে পর্যন্ত করোনায় আক্রান্ত ছিলেন ১০৯ জন। গত ৪৮ ঘণ্টা নতুন শনাক্ত হয়েছে ৬ জন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ১৮, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।