ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ২৬, ২০২০
করোনা: নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৪৫ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

এ সময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যু ও সুস্থ হওয়ার সংবাদ নেই বলে নিশ্চিত করেছেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন।

ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ২৩৭০ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ২৩৭০ জন। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৭২ জনের, সুস্থ হয়েছেন ৬৯৪ জন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মে ২৬, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।