ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সাভারের ইউএনও করোনা আক্রান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ২৭, ২০২০
সাভারের ইউএনও করোনা আক্রান্ত

সাভার (ঢাকা): সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান যুমনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একইসঙ্গে উপজেলায় আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

তিনি বলেন, গত রোববার (২৪ মে) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৮৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়।

বুধবার ফলাফল এলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ২৯ জনের করোনা পজিটিভ দেখা যায়।

এদের মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসারও আছেন বলে জানা গেছে।

এ নিয়ে সাভারে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৮ জনে। পারভেজুর রহমানের কোনো উপসর্গ দেখা না দিলেও করোনা প্রতিরোধে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

সায়েমুল হুদা বলেন, এ পর্যন্ত সাভারে এক হাজার ৫৭১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত নিশ্চিত হওয়া গেছে ৩৫৮ জনের। এরমধ্যে আবার মৃত্যু হয়েছে ছয়জনের। সুস্থ হয়েছেন ২৪ জন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মে ২৭, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।