ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কম খরচে করোনা টেস্টের কিট তৈরি করেছে বিসিএসআইআর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মে ২৭, ২০২০
কম খরচে করোনা টেস্টের কিট তৈরি করেছে বিসিএসআইআর .

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড ১৯) টেস্টের নমুনা সংগ্রহের জন্য কম খরচে দেশেই ডিটিএম কিট তৈরি করেছে বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বিসিএসআইআর’র অঙ্গপ্রতিষ্ঠান ডিআরআইসিএম (DRICM)।

ডিআরআইসিএম’র তৈরি করা ৫ হাজার কিট স্বাস্থ্য অধিদপ্তরকে দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের নির্দেশে পাঁচ হাজার কিট (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানার নিকট হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৭ মে) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২৭, ২০২০
এসকে/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।