ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় আক্রান্ত ঢামেকের আইসিইউর প্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুন ১৪, ২০২০
করোনায় আক্রান্ত ঢামেকের আইসিইউর প্রধান ডা. মোজাফফর হোসেন

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন। রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এবার তিনি নিজেই করোনায় সংক্রমিত হয়েছেন।

রোববার (১৪ জুন) দুপুরে তিনি নিজেই বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার ঢাকা মেডিক্যালের ভাইরোলজি বিভাগ থেকে তাকে জানানো হয়েছিল তার করোনার পরীক্ষায় পজিটিভ এসেছে।

তারপর থেকেই তিনি ধানমন্ডিতে নিজ বাসায় আইসোলেশন আছেন। মহামারি করোনার আগের কথা বাদই দিলাম এই সংক্রমণ শুরু থেকেই কন্টিনিউ হাসপাতালে ডিউটি করে আসছিলেন তিনি। এর আগে আমাদের আইসিইউর বেশ কয়েকজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। চিকিৎসা দিতে গিয়েই তিনিও আক্রান্ত হয়েছেন বলে মনে করেন।

করোনা চিকিৎসার এখনো কোনো ওষুধ বের হয়নি। তবে কিছু নিয়ম-কানুন মেনেই তিনি আইসোলেশন অবস্থান করছেন। ২১ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত ইন্সুলেশন নিয়ে থাকেন ডা. মোজাফফর। শাক-সবজি মাছ-মাংস, দুধ একটু লেবু বেশি বেশি খাচ্ছেন তিনি। আইসোলেশন থেকে তিনি সব নিয়ম-কানুন মেনে চলছেন।

তিনি আরো জানান, আক্রান্ত হয়েছি কিন্তু প্রতিদিনই রোগীদের খোঁজ-খবর নিতে হচ্ছে। প্রতিদিনই রোগীদের বিষয় চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হচ্ছে। আইসোলেশন থেকো আমি রোগীদের চিকিৎসার দিক-নির্দেশনা দিচ্ছি বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ১৪, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।