ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০২০
বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক ব্যক্তির মৃত্যু

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নিজাম উদ্দীন (৪৫) নামে ঢাকা ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার উথরাইল গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। দুপুরে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হয়।

নিজাম ওই গ্রামের খয়বর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম ঢাকার শ্যামলী এলাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। সেখানে স্ত্রী রুখসানাকে নিয়ে থাকতেন তিনি। গত কয়েকদিন যাবত তার শরীরের জ্বর, কাশিসহ করোনার উপসর্গ দেখা দিলে নিজাম ও তার স্ত্রী রুখসানা রোববার (১৪ জুন) সন্ধ্যায় ঢাকা থেকে বাসে করে নিজ বাড়িতে ফেরেন। এরপর রাতে নিজামের শারীরির অবস্থার অবনতি হলে ভোরে মৃত্যু হয়।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান বাংলানিউজকে জানান, ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে বাড়িতে আসেন বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে। পরে স্বাস্থ্যবিধি অনসুরণ করে তার দাফনের ব্যবস্থা ও মৃত ব্যক্তির স্ত্রী ও পরিবারের সবার নমুনা সংগ্রহসহ ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০২০
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।