ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে আইসোলেশনে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জুন ১৬, ২০২০
সিলেটে আইসোলেশনে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক

সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেটে মৃত্যু না থাকলেও বিভাগের চার জেলায় হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ২৯৫ জন করোনা রোগী। আক্রান্তদের মধ্যে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ১২ রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৬ জুন) সিলেটে করোনার চিকিৎসা কেন্দ্র ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিক্যাল অফিসার জন্মময় দত্ত বাংলানিউজকে বলেন, হাসপাতালে আইসোলেশনে মোট ৮৮ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ৬০ জনের করোনা পজিটিভ।

অন্যরা সন্দেহজনক অবস্থায় ভর্তি আছেন। এরমধ্যে করোনা পজিটিভ ৯ জন আইসিইউতে এবং করোনা সন্দেহে ভর্তি আরও দু’জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে আক্রান্তদের মধ্যে মঙ্গলবার সুস্থ চারজন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, বিভাগে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ২৯৫ জনের মধ্যে ১৫৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ১০৯ জন, হবিগঞ্জে ২৬ জন এবং মৌলভীবাজারে ৬ জন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।