ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: স্বাস্থ্যকর্মীরা থাকছেন ২৩ হোটেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ১৬, ২০২০
করোনা: স্বাস্থ্যকর্মীরা থাকছেন ২৩ হোটেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ যারা করোনা রোগীদের সেবায় নিয়োজিত অর্থাৎ নার্স, স্টাফ সবাইকে রাজধানীর ২৩টি হোটেলে থাকার বন্দোবস্ত করেছে ঢামেক কর্তৃপক্ষ। এছাড়া করোনা ইউনিটে যাদের মৃত্যু হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ক্রয় করা লাশবাহী ব্যাগে মৃতদেহ ভরে স্বজনদের কাছে হস্তান্তর করছে।

সোমবার (১৫ জুন) রাতে ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এর সঙ্গে এই বিষয়ে কথা হয় বাংলানিউজের।

তিনি বলেন, হাসপাতলে করোনা ইউনিট চালু করার সঙ্গে সঙ্গে আমাদের চিকিৎসক, নার্স ও স্টাফ, যারা সরাসরি করোনা রোগীদের সেবায় নিয়োজিত তাদের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় ২৩টি হোটেল ভাড়া করা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে আসার জন্য পরিবহন দেওয়া হয়েছে।

রোস্টার অনুযায়ী নির্দিষ্ট সময়ে ডিউটি শেষ করে  হাসপাতালে প্রাঙ্গণে অবস্থান করা সেইসব পরিবহনে উঠে যার যার নির্দিষ্ট হোটেলে চলে যান তারা। এরকমভাবে ১৪ দিন ডিউটি করে হোটেলে বিশ্রামে থাকে। ওই বিশ্রামের সময়টায় চিকিৎসকসহ আবার আরেক গ্রুপ ১৪ দিন হাসপাতালে ডিউটি করেন। ১৪ দিন ডিউটির পর যারা হোটেলে কোয়ারেন্টিনে থাকেন, তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে আবার করোনা পরীক্ষা করা হয়।

তিনি আরো বলেন, কোভিড আক্রান্ত রোগী মারা গেলে তো অবশ্যই আর যদি সাসপেক্ট রোগীও মারা যায় স্বাস্থ্যবিধি মেনে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এই লাশ হস্তান্তর করার সময় করোনা ভাইরাস যাতে লাশের থেকে না ছড়ায় সে ব্যবস্থাও হাসপাতাল কর্তৃপক্ষ করে থাকে। যেমন ধরুন লাশ বহন করা ব্যাগ আমাদের নিজস্বভাবে ক্রয় করা। সেই ব্যাগে লাশ ভরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।  

এছাড়া তিনি বলেন, ব্যাগে ভরার আগে বিভিন্ন প্রাইভেট সংস্থাকে খবর দেওয়া হয়। তারা এসে নিয়ম অনুযায়ী লাশকে গোসল করায় এবং কাফনের কাপড় পরিয়ে সেই লাশবাহী ব্যাগে মৃতদেহ ভরে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে স্বজনদের কাছে হস্তান্তর করে। করোনা সাসপেক্ট এর কোনো রোগী মারা গেলে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়।  

সর্বশেষে তিনি বলেন আমাদের হাসপাতালের চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করছেন। রোগীদের চিকিৎসা দিচ্ছেন। পাশাপাশি নার্স ও স্টাফরাও যথেষ্ট পরিশ্রম করছেন। ডিউটির সময় চিকিৎসকসহ সকলকেই তাদের সুরক্ষার জন্য পিপিই, মাস্ক, গ্লাভস, টুপিসহ সবকিছুই হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এজেডএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।