ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সাংবাদিক আবেদ খান সপরিবারে করোনা আক্রান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুন ২০, ২০২০
সাংবাদিক আবেদ খান সপরিবারে করোনা আক্রান্ত

ঢাকা: দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীসহ পরিবারের ছয়জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় দিলে শনিবার (২০ জুন) পজিটিভ রিপোর্ট আসে। রাতে সাংবাদিক আবেদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দিই। আজ জানতে পারলাম করোনা পজিটিভ।

সাংবাদিক আবেদ খান বলেন, তিন মাস বাসায় ছিলাম। অথচ আমি, আমার স্ত্রীসহ পরিবারের ছয়জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। ভালো আছি। তবে শরীরে একটু একটু জ্বর আছে। সব নিয়মকানুন মেনেই বাসায় অবস্থান করছি। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রখ্যাত সাংবাদিক আবেদ খান, তার স্ত্রী, তাদের ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ২০, ২০২০
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।