ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মৌলভীবাজারে করোনা আক্রান্ত ২৯৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুন ২২, ২০২০
মৌলভীবাজারে করোনা আক্রান্ত ২৯৭

মৌলভীবাজার: মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ জন। এ নিয়ে জেলাটিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৭ জনে। 

সোমবার (২২ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. তউহীদ আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত নতুন ১৩ জনের মধ্যে সদর শ্রীমঙ্গল উপজেলায় রয়েছেন তিন জন, কমলগঞ্জ উপজেলায় চার জন, কুলাউড়া উপজেলায় এক জন, রাজনগর উপজেলায় এক জন, জুড়ী উপজেলায় এক জন মৌলভীবাজার সদরে রয়েছেন তিন জন।

 

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ২২, ২০২০
বিবিবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।