ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে করোনা উপসর্গ নিয়ে ৩ দিনে ৩১ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুন ২২, ২০২০
ঢামেকে করোনা উপসর্গ নিয়ে ৩ দিনে ৩১ জনের মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত তিন দিনে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল। বাকি ৩১ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। ঢামেকে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১৮৭ জনের।

সোমবার (২২ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ অফিস সূত্র এ তথ্য জানায়।  

জানা যায়, ২২ জুন বিকেল পর্যন্ত মারা গেছেন ১০ জন।

২১ জুন মারা গেছেন ৯ ও ২০ জুন মারা যান ১৫ জন।  

সোমবার (২২ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ বাংলানিউজকে বলেন, ২ মে থেকে ২২ জুন দুপুর পর্যন্ত ঢামেকে মোট ১৮৭ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ৪৪ জন ও পুরুষ ১৪৩ জন।

তিনি বলেন, ২ মে থেকে ২২ জুন পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে ৩৩৭০ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৩৪০ জনের করোনা পজিটিভ ছিল।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুন ২২, ২০২০
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।