ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কক্সবাজারে একদিনেই করোনা আক্রান্ত শনাক্ত ৭৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, জুন ২৩, ২০২০
কক্সবাজারে একদিনেই করোনা আক্রান্ত শনাক্ত ৭৩ জন

কক্সবাজার: কক্সবাজারে আরও ৭৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে শুধুমাত্র সদর উপজেলার ৫১ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১২৬ জনে। এদের মধ্যে ৪৫ জন রোহিঙ্গা।

কক্সবাজার মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন) কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯০ জনের রিপোর্ট ‘পজিটিভ’ আসে।

তাদের মধ্যে কক্সবাজার জেলায় ৭৩ জন, বান্দরবানের  ১৫ জন এবং দুইজন পুরোনো রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বাংলানিউজকে জানান, কক্সবাজার জেলার পজিটিভ ৭৩ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার রয়েছে ৫১ জন। এছাড়াও চকরিয়ার ৭ জন, রামুর ৪ জন, মহেশখালীর ৮ জন এবং  পেকুয়া উপজেলায় ৩ জন রয়েছে। এছাড়া বান্দরবান জেলায় ১৫ জনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া গেছে।

কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছে।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, জুন ২৩, ২০২০
এসবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।