ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় করোনায় অন্তঃসত্ত্বাসহ ২ নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুন ২৬, ২০২০
খুলনায় করোনায় অন্তঃসত্ত্বাসহ ২ নারীর মৃত্যু

খুলনা: খুলনা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় এক অন্তঃসত্ত্বাসহ দুই নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) দুপুরের দিকে তাদের মৃত্যু হয় বলে জানান খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিক্যাল চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান।

সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন রুমিছা বেগম (৩২) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ।

তার বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা পৌনে ২টার দিকে গর্ভে দুই সন্তানসহ মারা যান তিনি।  

মিজানুর রহমান জানান, রুমিছা ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। তার গর্ভে জমজ সন্তান ছিল।  

খুলনাr সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, অন্যদিকে শুক্রবার বেলা ২টার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বর পাশা এলাকার আসাদের মোড়ে নিজ বাড়িতে করোনায় মতিয়ারা বেগম (৫৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়। তিনি স্থানীয় আব্বাস উদ্দীনের স্ত্রী।  

এ নিয়ে সরকারি হিসেবে খুলনা জেলায় করোনায় ২২ জনের মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০২০ 
এমআরএম/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।