ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গাজীপুরে শনাক্ত করোনা রোগীর সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়ালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ১, ২০২০
গাজীপুরে শনাক্ত করোনা রোগীর সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়ালো ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮৮ জন। এনিয়ে গাজীপুরে মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫২৩ জন।

বুধবার (১ জুলাই) বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গাজীপুরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮৮ জন।

এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৫ জন, কালীগঞ্জে ২০ জন, কাপাসিয়ায় ১১ জন, শ্রীপুরে ২১ জন এবং গাজীপুর সদর ও সিটি করপোরেশন এলাকায় ৩১ জন।

এ পর্যন্ত গাজীপুরে মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫২৩ জন। এর মধ্যে কালিয়াকৈরে ৪১৮ জন, কালীগঞ্জে ৩২৯ জন, কাপাসিয়ায় ২৩৪ জন, শ্রীপুরে ৪২১ জন এবং গাজীপুর সদর ও সিটি করোপোরেশন এলাকায় ২ হাজার ১২১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুর জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৪৩ জন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ পর্যন্ত ২৪ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ ৩ হাজার ৫২৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৩ জন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।