ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হাতিয়ায় করোনা চিকিৎসায় বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
হাতিয়ায় করোনা চিকিৎসায় বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা রোগী বেড়ে যাওয়ায় সংকটাপন্ন রোগীদের জন্য ১৫ শয্যার বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে।  

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মেনে এ আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।

 

১০ হাজার লিটার ধারণক্ষমতার ১০টি অক্সিজেন সিলিন্ডার এবং দুইটি অক্সিমিটার মেশিন নিয়ে ৫ শয্যার বেড নিয়ে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডটি চালু করা হয়। এতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে।  

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে করোনা প্রতিরোধ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।