ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঝিনাইদহের মেয়র সাইদুল করিম করোনা আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ঝিনাইদহের মেয়র সাইদুল করিম করোনা আক্রান্ত সাইদুল করিম মিন্টু

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় রোববার পরীক্ষার জন্য নমুনা দেন মেয়র সাইদুল করিম মিন্টু। পরে তা কুষ্টিয়া ল্যাবে পাঠানো হলে সেদিন রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।

করোনার শুরু থেকে ঝিনাইদহে ফ্রন্ট লাইনে থেকে কাজ করেছেন মেয়র। ব্যক্তিগত ও পৌরসভার পক্ষ থেকে মানুষের বাড়িতে গিয়ে ত্রাণসামগ্রী ও করোনায় আক্রান্ত রোগীদের নিয়মিত খাদ্য সহায়তা দিয়েছেন। মানুষকে সচেতন করতে নিয়মিত মাইকিং, শারীরিক দূরত্ব নিশ্চিতে কাজ করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
কেএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।