ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে চিকিৎসকসহ করোনায় আরও ১৮ জন আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
খাগড়াছড়িতে চিকিৎসকসহ করোনায় আরও  ১৮ জন আক্রান্ত প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ আরও ১৮ জন কোভিড-১৯-এ আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫৮ জনে।

এর মধ্যে ২৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ এসব তথ্য জানান।

তিনি জানান, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় এক মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন বেশ কয়েক জন।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ বলেন, এ পর্যন্ত ২৮শ ৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ২৮শ ৫৬ জনের।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।