ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিলেট বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ১৩০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
সিলেট বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ১৩০ প্রতীকী ছবি

সিলেট: প্রাণঘাতী করোনা ভাইরাসে সিলেটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ৫ জনের মধ্যে চার জন সিলেট জেলার এবং একজন সুনামগঞ্জের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের উপ পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৪ জুলাই) সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, করোনায় সিলেট বিভাগে এ পর্যন্ত মারা যাওয়া ১৩০ জনের মধ্যে সিলেট জেলার ৯৬ জন, সুনামগঞ্জের ১৪ জন, হবিগঞ্জের ১০ জন এবং মৌলভীবাজার জেলার ১০ জন।

শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ২৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৮৭৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৩ জন ও মৌলভীবাজারে ৮৯৮ জন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
এনইউ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।