ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নবাবগঞ্জের ইউএনও করোনা আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
নবাবগঞ্জের ইউএনও করোনা আক্রান্ত

 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহান (৩৩) করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৮ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

 

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জানান, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দিনাজপুর জেলায় ২৮ জন করোনা আক্রান্তের রিপোর্ট আসে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১১ জন, নবাবগঞ্জে ৯, বিরামপুরে ৬, ফুলবাড়ীতে ১ ও বীরগঞ্জে ১ জন।  

তিনি আরও জানান, নবাবগঞ্জে নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে ইউএনও নাজমুন নাহার রয়েছেন। তিনি বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে রয়েছেন। গত ২৩ জুলাই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় তার নমুনা পজিটিভ এসেছে।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।