ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মন্ত্রী-সচিবের সঙ্গে সাক্ষাতে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
মন্ত্রী-সচিবের সঙ্গে সাক্ষাতে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম

ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেছেন।

রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে সচিবালয়ে এসে প্রথমে তিনি স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক এবং ২টার দিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নানের সঙ্গে সাক্ষাত করেন।

নিয়োগের পর মন্ত্রী-সচিবের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাত।

নবনিযুক্ত ডিজি এতদিন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

একই দিন দুপুরে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আবুল কালাম আজাদ। পদত্যাগের দিন থেকেই তার নিয়োগ বাতিল করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৪৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।