ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রংপুরে সমাজকল্যাণমন্ত্রীর অক্সিজেন সিলিন্ডার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
রংপুরে সমাজকল্যাণমন্ত্রীর অক্সিজেন সিলিন্ডার বিতরণ রংপুরে সমাজকল্যাণমন্ত্রীর অক্সিজেন সিলিন্ডার বিতরণ

রংপুর: রংপুরে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ই জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সৌজন্যে এসব সিলিন্ডার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক আসিব আহসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আবু ছালেহ মুসা জাহাঙ্গীর এসব সিলিন্ডার হস্তান্তর করেন।  

অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, রংপুরে করোনা আক্রান্তদের চিকিৎসাকার্যের জন্য এসব বিতরণ করা হচ্ছে। রোগীদের সুস্থতায় এগুলো ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০ 
এমআইবি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।