ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় ফের বাড়ছে করোনা সংক্রমণের হার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
খুলনায় ফের বাড়ছে করোনা সংক্রমণের হার  ছবি- প্রতীকী

খুলনা: খুলনায় ফের শনাক্ত বিবেচনায় করোনা সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করেছে। কোরবানির ঈদের প্রায় দুই সপ্তাহ আগ থেকেই এ অঞ্চলে সংক্রমণের হার কমে আসছিল।

 

এরই মাঝে বুধবার (৫ আগস্ট) শনাক্ত বিবেচনায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী উঠতে দেখা গেছে। এদিন খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে নতুন করে আরও ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৮ জনই খুলনা জেলা ও মহানগরীর বাসিন্দা।  

সন্ধ্যায় খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বাংলানিউজকে জানান, বুধবার খুমেকের আরটি-পিসিআর মেশিনে  মোট ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। খুলনা জেলার নমুনা ছিল মোট ২০৮টি। এর মধ্যে ৮৮ জনের করোনা পজিটিভ আসে। এছাড়া এ ল্যাবে বাগেরহাটের ৬ জন, সাতক্ষীরার ১৩ জন, যশোরের ২ জন, ঝিনাইদহের ১ জন ও মাগুরার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ সময়:১৯৩৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এমআরএম/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।