ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনামুক্ত হলেন গোলাম কুদ্দুছ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
করোনামুক্ত হলেন গোলাম কুদ্দুছ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ

ঢাকা: করোনা মুক্ত হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। একইসঙ্গে তার স্ত্রী মরিয়ম নাসরিনও করোনা মুক্ত হয়েছেন।

শনিবার (০৮ আগস্ট) বিকেলে গোলাম কুদ্দুছ নিজেই বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গোলাম কুদ্দুছ বলেন, তিনদিন আগে আমি দ্বিতীয়বার পরীক্ষা করিয়েছিলাম। আমার করেনা নেগেটিভ এসেছে। একইসঙ্গে শনিবার আমার স্ত্রীও করোনা নেগেটিভ হয়েছেন।

তিনি বলেন, আমরা ঘরে আইসোলেশনে ছিলাম। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছিলাম। আক্রান্ত হওয়ার খবরের পর দেশের সংস্কৃতিকর্মীদের উদ্বেগ আর ভালোবাসায় আমি অভিভূত। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ফোন করে আমার খোঁজ নিয়েছেন। যেকোনো ধরনের সহযোগিতার কথা বলেছেন। তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
ডিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।