ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বেসরকারি হাসপাতালের সনদ নবায়নের শেষ তারিখ ২৩ আগস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
বেসরকারি হাসপাতালের সনদ নবায়নের শেষ তারিখ ২৩ আগস্ট

ঢাকা: দেশের বেসরকারি হাসপাতালগুলোকে আগামী ২৩ আগস্টের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে হবে। আবেদন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৯ আগস্ট) সচিবালয়ে বেসরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা নিয়ে এক সভা শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

তিনি বলেন, যাদের লাইসেন্স নবায়ন নেই তাদের অন্তত আবেদন করতে হবে।  

যাদের লাইসেন্স নেই তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে সচিব বলেন, কী কারণে তাদের লাইসেন্স নেই সেটাও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা নিয়ে নানা সমালোচনার মধ্যে মালিকদের নিয়ে এ সভায় সভাপতিত্ব করেন সচিব।

সভায় বেসরকারি হাসপাতালগুলোর মালিক ও পরিচালকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।