ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সভাপতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
করোনায় দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সভাপতির মৃত্যু বদরুজ্জামান

সাতক্ষীরা: করোনা আক্রান্ত হয়ে দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুজ্জামানের (৪২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বদরুজ্জামান সাতক্ষীরার দেবহাটা উপজেলার জাহাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, করোনা শনাক্ত হওয়ার পর বদরুজ্জামান গত ২৫ জুলাই সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একইসঙ্গে তার বাড়ি লকডাউন করার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হলো।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।