ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, শনাক্ত ২৫৯৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, শনাক্ত ২৫৯৫ ছবি: প্রতীকী

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৬৯৪ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৯৫ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৯ হাজার ১৪৪ জনে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬০ হাজার ৫৯১ জন।

এতে আরও জানানো হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৩৬টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫২৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৯১টি।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও নারী নয়জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে তিনজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সনাক্তের হার ২০.৭২ শতাংশ। এ পর্যন্ত সনাক্তের হার ২০.৪৬ শতাংশ। সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৫৩ শতাংশ। সনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৪০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮৭৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৬২ হাজার ৭১২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৪২ হাজার ৬১১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ১০১ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।