ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

প্রথমবারের মতো টেলিমেডিসিন গাইডলাইন করলো বিএমডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
প্রথমবারের মতো টেলিমেডিসিন গাইডলাইন করলো বিএমডিসি লোগো

ঢাকা: রোগীদের স্বাস্থ্যসেবা দিতে প্রথমবারের মতো টেলিমেডিসিন গাইডলাইন প্রস্তুত করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএমডিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিকিৎসকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অনেক দেশে টেলিমেডিসিন সার্ভিস দীর্ঘদিন ধরে চলমান। সেসব দেশের টেলিমেডিসিন গাইডলাইন দেশগুলোর হেলথ রেগুলেটরি সংস্থা বা মেডিক্যাল কাউন্সিলের মাধ্যমে অনুমোদিত।

বর্তমানে বৈশ্বিক কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা সচল রাখার প্রক্রিয়ায় রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে বিএমডিসি প্রথমবারের মতো টেলিমেডিসিন গাইডলাইন প্রস্তুত করেছে। এটি রোগীর স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।