ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা যন্ত্রপাতি দেয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে এভারকেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
করোনা যন্ত্রপাতি দেয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে এভারকেয়ার

ঢাকা: করোনা মোকাবিলায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালকে ট্রলি ও আইসোলেশন বেড দিয়েছে বাংলাদেশ আর্মি।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের হেড অফ মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ আর্মির প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. আরিফ মাহমুদ বলেন, বাংলাদেশ আর্মির মানবিক পদক্ষেপের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এটি। এই ধরনের ইক্যুইপমেন্ট আমাদের অসুস্থদের সেবা দেওয়ার সক্ষমতা বাড়িয়ে দিবে। যা জাতিকে এই ভয়ংকর করোনা মহামারি ও জাতীয় দুর্যোগ মোকাবিলায় সাহায্য করবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এভারকেয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান। এ গ্রুপের ৩০টি হাসপাতালের, ১৫টি ক্লিনিক, ৫০-এর অধিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। দুইটি মহাদেশের ২৫টি শহরের উন্নয়নশীল দেশগুলোতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার মিশন নিয়ে কাজ করছে গ্রুপটি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
পিএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।