ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হলি ফ্যামিলি হাসপাতালের নন কোভিড চিকিৎসা শুরু রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
হলি ফ্যামিলি হাসপাতালের নন কোভিড চিকিৎসা শুরু রোববার

ঢাকা: রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে রোববার (২০ সেপ্টেম্বর) থেকে নন কোভিড চিকিৎসা কার্যক্রম শুরু হচ্ছে। সকাল থেকে জরুরি বিভাগ, বর্হিবিভাগসহ সব স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মোরশেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা ভাইরাস শুরু থেকেই হলি ফ্যামিলি হাসপাতাল কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল। দীর্ঘ পাঁচ মাস ধরে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার থেকে হাসপাতালে নন কোভিড রোগীদের জন্য চিকিৎসা সেবা চালু করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এজেডএস/ জিসিজি/এমআরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।