ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় আক্রান্ত সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
করোনায় আক্রান্ত সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশিদ।

তিনি বাংলানিউজকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ঠাণ্ডা, জ্বরে  আক্রান্ত হলে গত বৃহস্পতিবার সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। রোববার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে চিকিৎসাধীন আছেন। তবে তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।