ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গণস্বাস্থ্যে ইলেকট্রনিক ব্র্যাকিথেরাপি ক্যান্সার সেন্টার স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
গণস্বাস্থ্যে ইলেকট্রনিক ব্র্যাকিথেরাপি ক্যান্সার সেন্টার স্থাপন

ঢাকা: বাংলাদেশে প্রথম ইলেকট্রনিক ব্র্যাকিথেরাপি ক্যান্সার সেন্টারে স্থাপন করা হয়েছে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রনিক ব্র্যাকিথেরাপির রেডিয়েশন সমস্যা নেই, তাই রোগীর বমিভাব ও অন্যান্য সমস্যা হয় না।

এতে আরও বলা হয়,মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ও ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক ডা. মো.খোরশেদ আলমের সরাসরি তত্তাবধানে অল্প খরচে ক্যান্সার রোগীদের, পরামর্শ, চিকিৎসা কেমোথেরাপি অনকো সার্জারি ও ইলেকট্রনিক ব্র্যাকিথেরাপি দেয়া হয়।

আগ্রহী রোগীদের ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল যোগাযোগ করতেও বলা হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
আরকেআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।