ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা মোকাবিলায় আমাদের পদক্ষেপ বিশ্বব্যাপী প্রসংশিত: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
করোনা মোকাবিলায় আমাদের পদক্ষেপ বিশ্বব্যাপী প্রসংশিত: স্বাস্থ্যমন্ত্রী রোববার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়

ঢাকা: করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, “করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের নানামুখী পদক্ষেপ বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে।

আমেরিকা-ইংল্যান্ডের মতো দেশ যখন কোভিড-১৯ মোকাবেলায় হিমশিম খেয়ে যাচ্ছে, তখন আমাদের দেশে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় আক্রান্তের হার কমে এসেছে। ”

রোববার (০৪ অক্টোবর) সকালে রাজধানীর শিশু হাসপাতালে পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “এক সময় আমাদের দেশে রাতকানা রোগের প্রাদুর্ভাব ছিলো, ভিটামিন এ ক্যাম্পেইনের ফলে আজ সেটি এক শতাংশেরর নিচে নেমে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু প্রথম এ ক্যাম্পেইন শুরু করেছিলেন। ”

কোভিড মোকাবেলায় সরকারের নান উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “উন্নত দেশের অনেক রাষ্ট্রপ্রধান আক্রান্ত হয়েছেন। প্রতিবেশী দেশ ভারতে যখন প্রতিদিন এক হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে, আমাদের দেশে এ হার তখন ২০ থেকে ৩০ এর মধ্যে। ”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ডা. শহিদুল্লাহ, পরিচালক ডা. সৈয়দ শফি আহমেদসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মচারীরা।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
ইএআর/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।