ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ফরটিস ইন্ডিয়া-এএফসি হেলথের ভুল বোঝাবুঝি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
ফরটিস ইন্ডিয়া-এএফসি হেলথের ভুল বোঝাবুঝি

ঢাকা: এএফসি হেলথের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে ফরটিস ইন্ডিয়া। ইন্ডিয়ান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফরটিস হেলথস্টাফ লিমিটেড, এসকর্টস হার্ট ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড ও বাংলাদেশের এএফসি হেলথ লিমিটেডের মধ্যে ভুল বোঝাবুঝিতে এমনটা হয়েছে বলে জানা যায়।



অভিযোগে কুমিল্লা ও যশোর ইউনিটের জন্য ফরটিসের সঙ্গে এএফসি হেলথের কোনো চুক্তি হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদনপ্রাপ্ত এএফসি হেলথ লিমিটেড এ বিষয়ে বিএসইসিকে জানিয়েছে, ভারতীয় প্রতিষ্ঠান দু’টির ম্যানেজমেন্টের ভুল বোঝাবুঝির কারণে এমন ভিত্তিহীন অভিযোগ পাঠিয়েছে।  

এএফসি হেলথ লিমিটেডের মতে ফরটিস ইন্ডিয়ার সঙ্গে থাকা সব চুক্তি এখনো বৈধ বিধায় এএফসি হেলথ কোথাও আইনের ব্যত্যয় ঘটায়নি।  

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭৪০তম নিয়মিত সভায় এএফসি হেলথ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে। এএফসি হেলথের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৩ দশমিক ১৩ টাকা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।