ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ব্রাহ্মণবাড়িয়ায় হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা 

ব্রাহ্মণবাড়িয়া: বেতন আপগ্রেডেশন, টেকনিক্যাল পদমার্যাদা ও ইন সার্ভিস ডিপ্লোমা কোর্সের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময় ও আলোচনা সভা করেছে হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন।  

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় শহরের মেড্ডাস্থ ই পি আই ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির আহ্বায়ক আব্দুল বাছেদ।  

জেলা হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন স্বাস্থ্য পরিদর্শক সফিউল আলম, শওকত আলী চৌধুরী, সিরাজুল ইসলাম, খায়রুল ইসলাম প্রমুখ।  

সভায় বক্তারা তাদের দাবি আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।