ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্ব ডায়াবেটিস দিবসে শরীয়তপুরে র‌্যালি ও আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
বিশ্ব ডায়াবেটিস দিবসে শরীয়তপুরে র‌্যালি ও আলোচনা সভা

শরীয়তপুর: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শরীয়তপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

জেলা প্রশাসন ও ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার ( ১৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহরের বেলতলা জেলা ডায়াবেটিক সমিতি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে একটি র‌্যালি বের হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন।  

শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুর রহমান শেক।

জেলা ডায়াবেকটিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বেপারীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. শেখ মোস্তফা খোকন, অ্যাডভোকেট মোসলেম খান, ব্যাংক কর্মকর্তা অনিক ঘটক চৌধুরী, অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, প্রফেসর আবু সাঈদ, ব্যাংক ম্যানেজার আব্দুল কাদের, বিসিক ম্যানেজার গাজী মাহমুদ হাসান, সদর হাসপাতালের চিকিৎসক ডা. আফসানা এ্যানি, ডা. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  

দিবসটি উপলক্ষে ডা. নুরুল ইসলাম দিনব্যাপী জেলা ডায়াবেটিক সমিতিতে আগত রোগীদের ফ্রি চিকিৎসা দেয় এবং রোগীদের ফ্রি পরীক্ষা-নিরিক্ষা করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।