ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।  

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শনে যান।

তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তিকৃত সাধারণ রোগীদের খোঁজ খবর নেন।  

এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম জাহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান সেলিমসহ প্রমুখ।  

পরে স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।