ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় মারা গেলেন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
করোনায় মারা গেলেন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা 

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (এও) রাশেদুল ইসলাম (৪৫) মারা গেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে ঢামেক হাসপাতালের  নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলানিউজকে জানান, গত ১৩ থেকে ১৪ দিন আগে রাশেদুল ইসলাম করোনা আক্রান্ত হন। কয়েক দিন আগে তাকে আইসিইইউতে নেওয়া হয়। সর্বশেষ তার শারীরিক অবস্থার অবনতি হলে দু’দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়েছে।  

জানা যায়, রাশেদুল ইসলামের স্ত্রীও করোনা আক্রান্ত ছিলেন। তবে তিনি এখন সুস্থ আছেন। রাশেদুলের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি রাজধানীর ঢাকার মোহাম্মাদপুরে পরিবার নিয়ে থাকতেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।