ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনা আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনা আক্রান্ত সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) নুরুল ইসলাম নাহিদ নিজেই বাংলানিউজকে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

করোনার লক্ষণ অনুভূত হলে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তিনি নমুনা পরীক্ষা করান। শুক্রবার তিনি জানতে পারেন তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। এখন তিনি বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, আমি মোটামুটি সুস্থ আছি, বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। আপনারা সবাই সতর্ক থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।