ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’র নার্স নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
বিএসএমএমইউ’র নার্স নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৬০০ সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমে চূড়ান্তভাবে নির্বাচিতদের রোল নম্বরসহ ফলাফল বা তালিকা
প্রকাশ করা হয়েছে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ বর্তমান ঠিকানায় এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়োগপত্র পাঠানো হয়েছে।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bsmmu.edu.bd নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেকশন অফিসার ( জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জাননো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
পিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।