ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঝিনাইদহে সরকারি শিশু হাসপাতাল উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
ঝিনাইদহে সরকারি শিশু হাসপাতাল উদ্বোধন ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: দীর্ঘদিন পর ঝিনাইদহে ২৫ শয্যা বিশিষ্ট সরকারি শিশু হাসপাতালের সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  

শহিনবার (০৯ জানুয়ারি) দুপুরে দিকে ফিতা কেটে উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

 

এ সময় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। প্রাথমিকভাবে এখন থেকে বহির্বিভাগে শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হবে এবং পর্যায়ক্রমে অন্ত:বিভাগ চালু করা হবে। প্রতিদিন একজন শিশু বিশেষজ্ঞ ও দুইজন মেডিক্যাল কর্মকর্তা শিশুদের চিকিৎসা সেবা দেবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

২০০৬ সালে ঝিনাইদহ জেলা শহরের টার্মিনাল এলাকায় নির্মাণ করা হয় ২৫ শয্যা বিশিষ্ট বাংলাদেশের প্রথম সরকারি এ শিশু হাসপাতাল।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।