ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খুমেক হাসপাতালের পরিচালককে বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
খুমেক হাসপাতালের পরিচালককে বদলি

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা. মুন্সি মো. রেজা সেকেন্দারকে খুলনা আবু নাসের হাসপাতালের পরিচালক পদে বদলি করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার সাক্ষরিত আদেশে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

একই আদেশে খুমেক হাসপাতালের সাবেক পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদকে পুরানো কর্মস্থল খুমেক হাসপাতালে বদলি করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) ডা. মঞ্জুর মোর্শেদ খুমেক হাসপাতালে যোগ দেন। এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারিরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়।

এর আগে ২০২০ সালের ৩১ মার্চ তাকে পাবনা মানসিক হাসপাতালে বদলি করা হয়।

এদিকে, আবু নাসের হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামী গত ২৬ নভেম্বর চাকরি থেকে অবসর নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।