ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে শুক্রবার পৌঁছাবে করোনার টিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
বরিশালে শুক্রবার পৌঁছাবে করোনার টিকা

ব‌রিশাল: বরিশালে করোনার টিকা শুক্রবার (২৯ জানুয়ারি) সকালের দিকে পৌঁছাবে।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, টিকা সংরক্ষণগার আগে থেকেই প্রস্তুত রয়েছে। এখন মাঠ পর্যায়ে যারা টিকা দিবেন তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরই টিকা কার্যক্রম ৭ ফেব্রুয়ারি বা তার কাছাকাছি সময়ের মধ্যে শুরু করা হবে। ইতোমধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে যাদের টিকা দেওয়া হবে তাদের তালিকা জেলা প্রশাসকের কাছে পৌঁছানো হয়েছে। পরবর্তীতে অন্যান্য নাগরিকদের সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা নিতে হবে।

করোনার টিকা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, করোনার টিকা নিয়ে বিভ্রান্তি হবার কোন সুযোগ নেই। কারণ ভারত থেকে আসা টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত। তাই এই টিকা নিতে কোন আতঙ্ক নেই।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়া‌রি ২৮, ২০২০
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।