ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ব‌রিশা‌লে ক‌রোনা টিকার কার্যক্রম সফল কর‌তে প্র‌শিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
ব‌রিশা‌লে ক‌রোনা টিকার কার্যক্রম সফল কর‌তে প্র‌শিক্ষণ শুরু

ব‌রিশাল: ব‌রিশা‌লে ক‌রোনার টিকা কার্যক্রম সফল কর‌তে ৫৪ জন প্র‌শিক্ষ‌ককে দুই‌ দিনব্যা‌পী প্র‌শিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়া‌রি) প্রথম দফায় ২৭ জন প্র‌শিক্ষ‌কের প্র‌শিক্ষণ শুরু হ‌য়ে‌ছে।

সকাল ১০টায় ব‌রি‌শাল নগরের ব্রাউন কম্পাউন্ডস্থ জেলা স্বাস্থ্য বিভাগীয় প্র‌শিক্ষণ কে‌ন্দ্রের সভাকক্ষে এ কার্যক্রম শুরু হয়।

প্রথম‌দিন ব‌রিশাল জেলার গৌরনদী, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মে‌হে‌ন্দিগঞ্জ উপ‌জেলার বিভিন্ন পর্যা‌য়ের ২৫ জন কর্মকর্তা এবং জেলার দু’জনসহ মোট ২৭ জন‌কে দুই দিনব্যা‌পী এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উপ‌জেলা পর্যা‌য়ের ২৫ জ‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছেন- উপ‌জেলা স্বাস্থ্য প‌রিবার ও প‌রিকল্পনা কর্মকর্তা, মে‌ডি‌ক্যাল অ‌ফিসার (রোগ নিয়ন্ত্রণ), উপ‌জেলা প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা, এমওএমটি এইচএফ‌পি এবং এম‌পি ই‌পিআই।

দুই‌ দিনব্যা‌পী প্রশিক্ষণ শেষ হ‌লে বাকি পাঁচ উপ‌জেলার ২৭ জ‌নের প্রশিক্ষণ শুরু হ‌বে।

এ প্র‌শিক্ষকরা উপ‌জেলা পর্যা‌য়ে করোনা টিকাদা‌নের সঙ্গে সম্পৃক্ত‌দের প্র‌শিক্ষণ দে‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ব‌রি‌শাল জেলার ডেপু‌টি সি‌ভিল সার্জন ডা. মোহাম্মদ মাহামুদ হাসান।

গত শুক্রবার (২৯ জানুয়ারি) ব‌রিশা‌ল জেলা প্রথম দফার এক লাখ ৬৮ হাজার এবং ব‌রিশাল বিভা‌গে তিন লাখ ৪৮ হাজার ডোজ করোনা টিকা পৌঁ‌ছেছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।