ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নির্যাতিত নারী-শিশুর বিনামূল্যে চিকিৎসা হবে ওসিসি সেন্টারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
নির্যাতিত নারী-শিশুর বিনামূল্যে চিকিৎসা হবে ওসিসি সেন্টারে

ঢাকা: সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নির্যাতিত নারী ও শিশুর বিনামূল্যে চিকিৎসা দেয়ার জন্য অর্থ বিভাগকে চিঠি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

দেশের সকল সরকারি জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের ওসিসিতে ভিকটিমদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা ব্যয় বিনামূল্যে করতে হবে।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি অর্থ বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় দেশের ১১টি মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে বিনামূল্যে ভিকটিমদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ করে থাকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালকের অনুরোধের প্রেক্ষিতে দেশের সকল সরকারি জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের ওসিসিতে ভিকটিমদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা ব্যয় বিনামূল্যে করতে হলে এ খাতে সরকারি বরাদ্দের প্রয়োজন।

চিঠিতে দেশের সকল সরকারি জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের ওসিসিতে ভিকটিমদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা ব্যয় বিনামূল্যে করার বিষয়ে সম্মতি জ্ঞাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
জিসিজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।