ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

টিকাদানের সুবিধার্থে খাগড়াছড়ি হাসপাতালে চেয়ার দিল জেলা পরিষদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
টিকাদানের সুবিধার্থে খাগড়াছড়ি হাসপাতালে চেয়ার দিল জেলা পরিষদ

খাগড়াছড়ি: করোনা টিকা নিতে আসা ব্যক্তিদের সুবিধার্থে খাগড়াছড়ি সরকারী হাসপাতালে ২শ’টি চেয়ার ও নয়টি টেবিল দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।  

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি হাসপাতালের তত্বাবধায়কের হল রুমে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু চেয়ার-টেবিলগুলো হস্তান্তর করেন।

জানা যায়, করোনা টিকা নিতে আসা ব্যক্তিদের যেন দাঁড়িয়ে অপেক্ষা করতে না হয় সেজন্য এসব চেয়ার-টেবিল খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগকে দেওয়া হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, খাগড়াছড়ি নব নির্বাচিত পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, গাইনি বিভাগীয় প্রধান ডা. জয়া চাকমা, ডা. নয়নময় ত্রিপুরা প্রমুখ।
 
সারাদেশের মত আগামী ৭ ফেব্রুয়ারি থেকে খাগড়াছড়িতে করোনা টিকা দেওয়া শুরু হবে।
 
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।