ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঝালকাঠিতে করোনার প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
ঝালকাঠিতে করোনার প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক টিকা নিচ্ছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে করোনা টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঝালকাঠি সদর হাসপাতালে ভিডিও কনফারেন্সের মধ্যেমে কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।



ঝালকাঠিতে করোনা প্রতিরোধ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মধ্যেমে এর উদ্বোধন করবেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।

জেলা প্রশাসক মো. জোহর আলী প্রথমে টিকা নেন। এরপরে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনীর ও সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীসহ ১৫ ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে রেজিস্ট্রেশনকৃতরা টিকা গ্রহণ করেন। প্রথম দিনে সদর হাসপাতালের তিনটি বুথে ৪০ জনসহ জেলায় ৪টি কেন্দ্রের ১২টি  বুথে মোট ১৩০ জনকে টিকা দেওয়া হয়। প্রথম পর্যায়ে জেলায় মোট ১২ হাজার ডোজ টিকা পাওয়া। এ পর্যন্ত ৭৫০ জনে রেজিস্ট্রশন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন রতন কুমার ঢালী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।