ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চল্লিশোর্ধ্বদের টিকা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
চল্লিশোর্ধ্বদের টিকা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা 

ঢাকা: চল্লিশ বছরের বেশি বয়সী সবাই যেন করোনার ভ্যাকসিন (টিকা) নিতে পারেন, সেজন্য তাদের নিবন্ধন করাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

টিকা কেন্দ্রেও নিবন্ধন করা যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৪০ বছরের বেশি বয়সী সব ব্যক্তি এবং টিকা গ্রহণকারী ব্যক্তির পরিবারের অন্য সদস্যরা যাতে কোভিড-১৯ টিকা নিতে পারেন, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ফ্রন্ট লাইন ছাড়াও আগে নিবন্ধনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছিল ৬০ বছর বয়সীদের, এ বয়স সীমা কমিয়ে এখন ৪০ বছর করা হলো।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।