ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে ৬ দিনে ভ্যাকসিন নিয়েছেন ৮৯৪৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
ফেনীতে ৬ দিনে ভ্যাকসিন নিয়েছেন ৮৯৪৯ জন ...

ফেনী: ফেনীতে গত ৬ দিনে ৮ হাজার ৯৪৯ জন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এর আগে স্পট রেজিস্ট্রেশন করলে সাথে সাথে টিকা দেওয়া হলেও এখন সে সেবা বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানান, স্পট রেজিস্ট্রেশন বন্ধ নয়, টিকা দেওয়া বন্ধ রয়েছে।  

রেজিস্ট্রেশন করার পর টিকা গ্রহীতার মোবাইলে এসএমএসের মাধ্যমে টিকা দেওয়ার নির্ধারিত তারিখ জানানো হবে।

ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র চালুর বিষয়ে সিভিল সার্জন বলেন, প্রান্তিক জনপদের মানুষকে টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে ভ্রাম্যমাণ রেজিস্ট্রেশন কেন্দ্র চালু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসএইচডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।