ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হুইলচেয়ারে এসে টিকা নিলেন বৃদ্ধা, সবাইকে নেওয়ার অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
হুইলচেয়ারে এসে টিকা নিলেন বৃদ্ধা, সবাইকে নেওয়ার অনুরোধ হুইল চেয়ারে এসে টিকা নিলেন বৃদ্ধা সুরাইয়া রহমান

ঢাকা: হুইলচেয়ারে করে কোভিড-১৯ এর টিকা নিলেন সুরাইয়া রহমান (৮৬) নামে এক বৃদ্ধা।

রোববার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে টিকাকেন্দ্রে তিনি টিকা নেন।

টিকা নেওয়ার পর তিনি বলেন, ‘শুধু আপনি টিকা নিলে হবে না, বাড়ির সবাইকে নিতে হবে। তাহলে আমরা সবাই করোনা ভাইরাসমুক্ত হতে পারবো। ’

সুরাইয়া গুলশান- এলাকায় থাকেন পরিবারের সঙ্গে তিনি টিকা দেওয়ার স্থানে এসে হুইলচেয়ারে বসেই নিজে সই করে টিকা নিলেন। নিয়ম অনুযায়ী আধা ঘণ্টা বিশ্রাম নেওয়ার পর টিকাকেন্দ্র ত্যাগ করেন তিনি।

টিকাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, গত তিন-চারদিনের তুলনায় টিকা নিতে আসা লোকের সংখ্যা অনেক কম।

এ ব্যাপারে কথা হয় সেখানে দায়িত্বরত ডা. তসমিনা পারভীন বলেন, ‘যারা এসএমএস পেয়েছেন, শুধু তাদের টিকা দেওয়া হয়েছে। এ জন্যই আজ টিকা নিতে আসা মানুষের সংখ্যা কম। ’

টিকার রেজিস্ট্রেশন খাতার তথ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার সময় নারী-পুরুষ মিলে প্রায় দুশ’জন টিকা নিয়েছেন। অথচ দুয়েকদিন আগেও এর সংখ্যা পাঁচশ’ ছিল।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।